Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বাবার ছাতাটা | ইপুল হুছেইন | কবিতা | পিতৃ দিবস

বাবার ছাতাটা
ইপুল হুছেইন

বৃষ্টির ফোঁটায় কখনো শিশুসুলভ আনন্দ ছিল
সুখ সুখই আছে, শুধু সংজ্ঞা বদলেছে
বাবার ছাতার নিচে ছিল নিরাপত্তার ছাঁয়া
আমার ছাতাটা খুলে নিলেও ভিজে যায় হাঠুর নিচের অংশ, পিঠের অৰ্ধেক
বাবার ছাতার নিচে কোনো ভয় ছিল না
ভিজে গেলেও পরোয়া করিনি
কি রোদ, কি বৃষ্টি
কি গ্রীষ্ম, কি শীত
সবই একাকার ছিল

ছাতাটা এখন অদৃশ্য
ছাতাটা এখন অশরীরী
তবুও সেই ছাঁয়া অবিনশ্বর।

Post a Comment

0 Comments

Close Menu