বাবা
দোলনচাঁপা তেওয়ারী দে
বাবা মানে একটা স্তম্ভ একটা ভিত্তি।
বাবা মানে বুঝতে না দেওয়া আদর ,ভালোবাসা, স্নেহ।
বাবা মানে আমার কাছে সব থেকে বড় হিরো।
বাবা মানে সব কাজের শেষে এক প্রশান্তির আশ্রয়।
বাবা মানে অনেক জমানো কথা।
বাবা মানে রাত জেগে পড়াশোনা করার সময় আশ্বাস দেওয়া এক ব্যক্তিত্ব।
বাবা মানে মায়ের বকুনির হাত থেকে বাঁচানো একমাত্র মানুষ।
বাবা মানে গানে বেতাল হয়ে যাওয়ার পরও, ঠিক তাল বলার মানুষ।
বাবা মানে সাহিত্য সমালোচনা করার সঙ্গী।
বাবা মানে , সব কিছু চাওয়া পাওয়ার শেষ আশ্রয়স্থল।
বাবা মানে ঠিক আছি কিনা দুপুরে দেখতে আসা এক প্রতীক্ষা।
বাবা মানে ঘরে ফিরেছি কিনা অপেক্ষা করা দুটি চোখ।
বাবা মানে হাজার অভিমানের কান্নার শেষ আশ্রয়।
বাবা মানে একটা বিরাট সাদা কাগজ, যেখানে তুমি যা খুশি লিখতে পারো।
বাবা মানে, কান্না ভেজা ,রাত জাগা, প্রতীক্ষায় থাকা দুটি চোখ।
বাবা মানে শত ব্যস্ততার মাঝেও খুকি খেয়েছিস? জানতে চাওয়া লোক।
বাবা মানে উপহার দেওয়া অনেক বই।
বাবা মানে সাহিত্যের সমুদ্র।,
বাবা মানে বলা না বলা অনেক কথা।
বাবা মানে অবিরল আনন্দ, অন্তহীন ভালোবাসা।
0 Comments