সচেতনতা
মৃণাল বন্দ্যোপাধ্যায়
হে পরিবেশ, তুমি কি ভালো আছো আজকের দিনে?
এই পৃথিবীর সমস্ত সবুজ আজ বিপন্ন উষ্ণায়নে।
একদিকে সবুজের বিলুপ্তিতে মরুভূমির ক্রম অগ্রগতি
অন্যদিকে মহাসাগরের বিপুল জলরাশির ক্রম স্ফীতি,
আগামীর জীব বৈচিত্রের অস্তিত্বকে দিয়েছে পূর্ব বার্তা-
সময় থাকতে সতর্ক না হলে নিজেকেই করবে হত্যা।
বিগত মাত্র কয়েক শতাব্দী ধরে সভ্যতার অগ্রগতি
আর অহংকারী সর্বশ্রেষ্ঠ জীব মানুষের আপনার দুর্মতি-
দুয়ে মিলে প্রকৃতির ভারসাম্যকে প্রতিনিয়ত করেছে বিনষ্ট।
তাই আজ সমগ্র বিশ্ব জুড়ে সচেতনতায় হয়ে প্রচেষ্ট-
পাঁচই জুন-এ বিশ্ব পরিবেশ দিবসের সমবেত উদযাপনে
হয়েছি ব্রতী দিয়ে বিসর্জন নিজেরে হ’তে স্রষ্টার আসনে-
দিয়েছি যৌথ ডাক, এই পৃথিবী থাক তার চির সবুজায়নে,
আগামীর প্রজন্ম থাক পার্থিব মাতৃসমা সুস্থ বাতাবরণে।।
0 Comments