Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

মৌনমহান | শুকদেব দে

মৌনমহান
শুকদেব দে

ডিনামাইট বা হাতুড়িতে পাথর উড়াও,
যখন খুশী বয়ে নিয়ে যাও ইচ্ছেমতো৷
শুকনো পাতায় আগুন লাগাও দুঃসাহসে,
প্রাণভয়ে ছাড়ে হাতি,পাখি,বানর যত৷

স্তব্ধ থাকি যখন তোমরা রাস্তা বানাও৷
ভিক্ষা চাই না দুভাগ হওয়ার ভয়ের কাছে৷
লেগে থাকে আধখানা চাঁদ মুকুট হয়ে৷
বৃহৎ পাহাড় মৌন ! কিছু ব্যাপার আছে !

পাহাড়ের মতো কালি জমে কলম ঝিমোয়৷
নির্বাক থাকে যখন যেমন ঝঞ্ঝা আসে৷
চিরদিন কেউ সীতার মতো সহ্যে থাকে?
একদিন হঠাৎ অগ্নুৎপাতে উঠবে ভেসে...

Post a Comment

0 Comments

Close Menu