বিষবাস্প
শোভনলাল ব্যানার্জী
তুমি দেখেছ কি একফোঁটা জল, তপ্ত মরুর বুকে
৫ই জুন, পরিবেশ দিবস, শুধু অছিলার বিদ্রুপে ।
গড়িয়ে চলেছে সময়, সভ্যতার উন্নয়নের চাকা
উধাও সবুজ বনভূমি, অরণ্য সব ফাঁকা ।
রিও, জেনেভা আর কিয়োটোর শপথ , বস্তাপচা ফাইল
গ্রিন হাউস গ্যাস উকিমারে, দূষণে সবাই কাহিল ।
সবুজ জাগাও, সবুজ বাঁচাও, মন কে সবুজ করে
গাছ লাগাও, পরিবেশ সাজাও, নিজের মতন করে ।
সারি সারি যত পাতা ঝরা গাছ, দাড়িয়ে নিরবে
লজ্জা তোমার মাটির ধুলায়, কিসের গৌরবে ।
ভুলে গেছো প্রকৃতির মার, আমফান আর আইলার হুঙ্কার
বাঁধ ভাঙা জলে, ভেসে গেলো সর্বহারার সংসার ।
আজও কি তুমি অকাল ঘুমে, বাতানুকুল বন্ধ ঘরে
নিদাঘ দুপুরে মরিচিকা বয়, শূন্য চরাচরে ।
তুমি দেখেছ কি ঝরা পাতা, কেমন অভিমান ভরে
উদাস হাওয়া আগলে রাখে, রুক্ষ আচল ত্বরে ।
দেখেছ কি আগুনের গ্রাসে, ঝলসান সবুজ প্রান
প্রকৃতি আবার ধুসর হবে , হবে সবুজের বলিদান।
নিয়তি লিখছে শেষের খেলা, অন্তিম অধ্যায়
উস্নায়নের চিতা কাঠে, উন্মাদের নেশায় ।
কবির কণ্ঠ রুদ্ধ হয়, যেথা ভাগ্যের পরিহাস
দাবানলের লেলিহান শিখা, দূষণের অভিশাপ ।
শেষের নিধান জেনে, তাই খোঁজে প্ল্যানেট বি
বিষবাস্প আজ কনায় কনায়, হারিয়ে পুরানো ছবি ।
অঙ্গিকারের বেলা বয়ে যায়, সবাই করি শপথ
পরিবেশ দিবস শুধু এক দিন নয়, মুক্তির এক পথ ।
সবাই আজ হাতে তুলে নাও, এক্ একটি গাছের চারা
গাছ কেটোনা, গাছ লাগাও, সবুজ স্বর্গ ধরা ।
0 Comments