Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বন্ধন | বিনায়ক রায় | কবিতা

বন্ধন
বিনায়ক রায়

ছোটবেলার খেলার সাথী, বড়বেলার দুঃখের মাঝি,
কিংবা ছোট্ট বেলার সেই রাজকন্যা,
যাহার সাথে চলত আমার ছোটবেলার ঘরকান্না।
সেই দুঃখের মাঝি, রাজকন্যা আজ বড়ো মানুষ,
কিন্ত থেকেই গেছে তার মান আর হুস।
ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে যে পায় সর্বসুখ,
সেই বোনের কপালেতেই জোটে,
সমস্ত দুঃখের অসুখ।
কিন্তু সে ভাই, কখনো দাদা হয়,
ভেঙে দেয় সমস্ত দুঃখের সময়,
ভাইবোনের এই সম্পর্ক সবচেয়ে বেশি মজার
পারবে না গো ভাঙতে,
টা তুমি যতই হয় কিনা কেমিস্ট্রির টপার।

ঋদয় ভরে দেখি তোমার ভিন্ন ভিন্ন রূপ,
কখনা তুমি দূর্গা, কখনো শান্তির প্রতিকরূপ।

ভাইয়ের কান্নায় যে কাঁদতো বেশি,
ভাইয়ের খুশিতে সে থাকতো খুশি,
শুভ রাখিবন্ধন সকল বোন ও দিদি।






Post a Comment

0 Comments

Close Menu