Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রাখি বন্ধন | বিবেক পাল | কবিতা

রাখি বন্ধন
বিবেক পাল

শাড়ীর আঁচলের খুঁট ছিঁড়ে পাঞ্চালি 
ক্ষত বাঁধে শ্রীকৃষ্ণের----
রাখী বাঁধেন কবিগুরু মিলনের আহ্বানে
বঙ্গভঙ্গ রদ করতে ,
সম্প্রদায়ে সম্প্রদায়ে সেতু বন্ধনে ।

বোন বাঁধে রাখী ভাইয়ের মঙ্গলার্থে 
পবিত্র এই উৎসবে ধরত্রী প্রাঙ্গন
সেজে ওঠে আপন ছন্দে মাধুর্য্যে ,
জুঁই ফুলের মতো শুভ্র চাঁদ
আনাবিল আনন্দে জেগে ওঠে নিশীথে ।

ধর্ম আর সম্প্রদায়ের বিষ বাষ্প
থেকে বাঁচতে আর বাঁচাতে
রাখী বন্ধন উৎসব পালন 
হোক প্রতি ঘরে ঘরে , সমাজের প্রতিটি স্তরে ।।





Post a Comment

0 Comments

Close Menu