রাখি
অধীর কুমার রায়
দাদা গেছে চাকরি করতে
না জানি কোন দেশে।
অনেক দিনের অপেক্ষাতে
বরণ ডালা হাসে।
রাখি হাতে বসে আছি
কখন আসে দাদা।
প্রদীপ জ্বলে, শঙ্খ বাজে
সবার মনই সাদা।
এমন সময় চিঠি এলো
নেইকো সোদর ভাই।
কার্গিল যুদ্ধে প্রাণ গিয়েছে
নিভলো প্রদীপ তাই।
পাহাড় ভেঙে পড়ল মাথায়
চোখের কোনে নদী।
রাখি নিয়ে কোথায় যাবে
ছোট্ট দিয়া দিদি।
0 Comments