Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রাখি | সুমিতা চৌধুরী | কবিতা

রাখি বন্ধন
সুমিতা চৌধুরী

সৌহার্দ্যের প্রতীক, ভালোবাসার বন্ধন,
রাখির ডোরে, ভাই বোনের সম্বন্ধ চিরন্তন। 
আড়ি-ভাব, রাগ-খুনসুটি, শাসন,
ভাই বোনের চিরনবীন সম্পর্কের বন্ধন।
      পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বন্ধন,
ভাতৃত্বের, সৌহার্দ্যের, এই রাখি বন্ধন।

সেই পুরাকালে দ্রৌপদীর বস্ত্রখণ্ডে,
ক্ষতে প্রলেপ পড়েছিল নন্দর নন্দনের।
মাধব মনে রেখেছিল তার বচন,
করেছিল কৃষ্ণার লাজ নিবারণ।

এভাবেই যুগ যগান্ত পরে,
যখন মোরা দেশ ভাগের দোরে,
রবিঠাকুর রচেছিলেন ভাতৃত্বের বন্ধন,
রাখির ডোরে এক মানবতার বন্ধন।
    ধর্ম সেথা হয়েছিল তুচ্ছ,
    মানবতার শির হয়েছিল উচ্চ।
তাই এই বন্ধন ভাতৃত্বের, মানবতার,
এ বন্ধন ভাই বোনের ভালোবাসার।

রক্ষার বন্ধন, অঙ্গীকারের বন্ধন,
 সমধুর এই রাখি বন্ধন।
পরস্পরকে রক্ষা করার অঙ্গীকার,
 মনের মাঝে নীরবে, বচন স্বীকার।
তাই এরই নাম রক্ষা বন্ধন,
রাখির ডোরে ভালোবাসার বন্ধন চিরন্তন।।





Post a Comment

0 Comments

Close Menu