Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রাখি বন্ধন | অভিজিৎ হালদার | কবিতা

রাখি বন্ধন
অভিজিৎ হালদার

আমার একটা ভাই ছিল
প্রতিবছর রাখি পূর্ণিমার দিনে
তাঁর হাতে পড়িয়ে দিতাম রাখি।
সমস্ত হিংসা সমস্ত বিদ্বেষ ভুলে যেতাম
এই পবিত্র দিনটাতে....
ভাই আমার অনেক বড় হয়েছে
ভুলে গেছে ছোট্ট বোনটাকে !

রাখির বন্ধন সে তো ভাই বোনের অন্তরের পরিচয়
রঙীন সুতোই ভাই এর হাত পবিত্র বন্ধনে বাঁধা পড়ে
বোনের দেওয়া রাখিতে।
কেউ পারে না এই অটুট বন্ধন ভাঙতে!
তবুও সময় এসে ভেঙে দেয় কত মধুর সম্পর্ক
ভাই ভুল যায় বোনকে - বোন ভুলে যায় ভাইকে
এইভাবেই ভাইবোন হারিয়ে যায় সময়ের ঝরা পাতার নিচে।





Post a Comment

0 Comments

Close Menu