রাখি বন্ধন
আবুল হাসেম
শ্রাবণের ওই পূর্ন লগনে
এসেছে পূর্ণিমার ওই তিথি।।
মনের ফাগুনে উদ্বেগ পরশ
বন্ধনের ওই চির নীতি।।
দক্ষিণ হস্তে উৎসর্গ দেবতা
জগৎ মাঝে আপ্লুত বন্ধন।।
চির উৎসাহিত সম্পর্ক ওই
অজানা ওই ভাবের চির ক্ষন।
দ্রৌপদী মাতিতেন বন্ধনে
কৃষ্ণের হাতে ভাতৃত্বের রাখি।।
অসীম সাহস বিপদ মুক্ত
নানা বাস্তবতার ছবি আঁকি।।
শিশুপাল হলো বধ কৃষ্ণের হাতে
হলো তর্জনীর ওই বিনাশ।।
দ্রৌপদী কাঁদিলেন সভায়
ভয়ে হারিয়ে ফেলে ওই শ্বাস।।
সবাই হোক মুক্ত বিপদ আজিকার
এই মহান দিনে।।
সবার পরশে মনের আবেশে
সব বন্ধন লিপ্ত হোক চিরক্ষণে।।
0 Comments