Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রাখী বন্ধন | শংকর ব্রহ্ম | অণুগল্প

রাখী বন্ধন
শংকর ব্রহ্ম

রাখী বন্ধনর দিনটা এলেই বিষন্নতায় ছেয়ে যায় অনুপের মন। দু-বছর আগে,এই একদিনেই রাখী বাঁধতে এসেছিল সেজদি। সেদিন তার সেজদির শাড়িতে আগুন ধরে যায়, রান্না ঘরে চা করতে গিয়ে। মা তাকে বারণ করল। বলল একদিন এসেছিস আর রান্না ঘরে ঢুকতে হবে না। আমি চা করে আনছি। 


    দিদি শুনলো না মার কথা।


    শাড়ীর আগুন থেকে পুড়ে যায় সেজদির সারা শরীর।


    দিদির সামন্য অন্যমনস্কতার ফলে, তার মৃত্য ঘটে দু'দিন পরে। তারপর থেকে আর আমাদের বাড়িতে রাখী বন্ধন  অনুষ্ঠান হয় না।


    কাল রাখী বন্ধন অনুষ্টান , তার ফেসবুকের বন্ধু বিনতা কাল তাদের বাড়িতে তাকে যেতে বলেছে, রাখী বাঁধবে বলে। অনুপ বুঝতে পারছে না,


    এখন তার কি করা উচিৎ। না গেলে বিনতা ভুল বুঝবে। তাকে কি সব খুলে বলবে, অনুপ? 


বলে, শুধু শুধু তার দুঃখ বাড়িয়ে লাভ কি?


    তাই অনুপ বেশ ভাবনায় পড়েছে। বিনতা জানিয়েছে, তারা দুই বোন। তাদের কোন ভাই নেই, তাই অনুপ যেন অবশ্যই কাল তাদের বাড়িতে গিয়ে, তার মনের বাসনা পুরণ করে। বিনতাকে তার হাতে রাখী বাঁধার সুযোগ করে দেয়।


    বিনতার মতো একটা সহজ সরল মনের মেয়েকে আঘাত দিতে অনুপের মন কিছুতেই সায় দেয় না।


    তাই সে মনে মনে ঠিক করে ফেলে, কাল সে বিনতাদের বাড়ি যাবে,বিনতার কাছ থেকে, তার হাতে রাখী পরতে। তা'তে তার জীবনে যা ঘটার, ঘটুক। সে কিছুতেই একটা কুসংস্কারকে প্রশ্রয় দেবে না।








Post a Comment

0 Comments

Close Menu