বিদায় বেলায়
কুণাল রায়
শ্রাবণের এই পুণ্য ধারায়,
অপূর্ণ রেখে গেলে,
এই ধরণীকে,
চিরবিদায় নিয়েছিলে তুমি।
আজ সেই লগ্ন পুনরায়,
উপস্থিত আমাদের সম্মুখে!
উল্লাসের কিরণ নয়,
সৃষ্টির মাধুর্য নয়,
এক বিন্দু অশ্রু,
চোখের কোণে,
হৃদয়ের মরুদ্যানে!!
বিদায় বেলায়
কুণাল রায়
I WANT TO DIE UNDER THE BLUE SKY! | Kunal Roy | Poem
কল্পনায় প্রেম | নিতাই বর্মন | কবিতা
0 Comments