Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

দয়ার সাগর | আবুল হাসেম | কবিতা

দয়ার সাগর
আবুল হাসেম

সেই যে ছিলো ব্যক্তি এক
অতি সুপুরুষ।।
শিক্ষার গুণে হতবুদ্ধি
উড়তো সবার হুশ।।
এক যে ছিলো নির্বোধ অতি
বুদ্ধি মোটা অতিশয়।।
তিনিই আবার লিখে ফেলেন
বর্ণপরিচয়।।
করতো লড়াই বিধবাবিবাহ
প্রাণের হাজার ঝুঁকি।।
হালখানা ছাড়তো না কভু
চেষ্টার আঁকিবুঁকি।।
সেই যে বেতাল ঘুরে বেড়ায়
বিক্রমের ঘাড়ে।।
নতুন করে রসদ যে পায়
সৃষ্টি সুখের তীরে।।
নীতিমালার নব স্বাদে
ফিরে ফিরে আসে।।
আসবে ফিরে গল্প সবই
স্মৃতির মাঝেই ভালোবেসে।।




Post a Comment

0 Comments

Close Menu