সূর্যের সাথে
পথচলা শুরু করে,
পায়ে পায়ে পেরিয়ে তপ্ত
দুরন্ত দুপুর...
সাঁঝবেলার হাওয়ায় এলোমেলো,
ঝিরিঝিরি কাঁপা,
নতুন পাতা ভিজিয়ে দেওয়া
উচ্ছল ধারায়, আধভেজা আমি
চলি অজানায়।
কালো সন্ধ্যায়
"আরো কতদূর?"
প্রশ্ন করে এক অনামিকা
কাঁপা কাঁপা স্বরে-
হাতটা ধরি তার;
বলে উঠি..
নয় তো আর বেশি দূর-
এই তো, এখানেই..॥
পথচলা শুরু করে,
পায়ে পায়ে পেরিয়ে তপ্ত
দুরন্ত দুপুর...
সাঁঝবেলার হাওয়ায় এলোমেলো,
ঝিরিঝিরি কাঁপা,
নতুন পাতা ভিজিয়ে দেওয়া
উচ্ছল ধারায়, আধভেজা আমি
চলি অজানায়।
কালো সন্ধ্যায়
"আরো কতদূর?"
প্রশ্ন করে এক অনামিকা
কাঁপা কাঁপা স্বরে-
হাতটা ধরি তার;
বলে উঠি..
নয় তো আর বেশি দূর-
এই তো, এখানেই..॥
- রণবীর বন্দ্যোপাধ্যায়
0 Comments