Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"কেমন হতো?" ~ ধ্রুব বিকাশ মাইতি


 আচ্ছা! কেমন হতো?
গ্রামের প্রতিটি ঘরে ঘরে
যেমন পয়লা বৈশাখে ধোঁয়া লাগায়
চারিপাশে তখন ধোঁয়ালু গন্ধ।
যদি...! পয়লা বৈশাখে, সদ্য জন্মানো
হাজারো বই যদি গা ঘেঁষে চারিপাশে থাকতো?
জোর করে এক একটানা দীর্ঘশ্বাস!
গন্ধ কেমন লাগতো?
যদি কবির গর্ভ থেকে বেরোনো
গাছে ফাটা বেদানার মতো লাল কবিতাটি...
ছোঁয়া যেতো..., তবে কেমন লাগতো?
যদি গল্পকারের অর্ধেক বেরোনো...
মাটির ঢিলের মতো গল্পটির 
পা ধরে যদি টানা যেত.., তবে কেমন হতো?
যদি উপন্যাসিকের....
বাতাসের ঢেউ খেলানো জলে
উপচে পড়া পাকা কমলার মতো আলোয়
উপন্যাসের ক্ষুধার্ত ভ্রূণে যদি জড়ানো যেতো
তবে.... কেমন হতো?
এই সব দিয়ে যদি হতো নববর্ষের দ্বার
তবে আমি সেই দ্বার পেরোতে চাই বার বার।

      ~ ধ্রুব বিকাশ মাইতি
© Copyright Protected



Post a Comment

0 Comments

Close Menu