Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"ভোটের মরসুম" ~ মনোজ রায়


চারদিকে বলছে হওয়া জিতবে গণতন্ত্র;
দলের নেতারা তাই সব পড়ছে ভোটের মন্ত্র।
পাঁচটি বছর আগেও ছিল অনেক প্রতিশ্রুতি।
কিন্তু সেই সব বাতেলাতে পড়েছে যে যতি।
ভোটের আগে সবাই চায় ভোটদানের ভিক্ষা;
জিতলে পারে মানুষের হয় উচিত শিক্ষা।
সবকিছু পেরিয়ে আবার এলো ভোট-
দল নেতারা ব্যাস্ত এখন বাঁধতে মহাজোট।
আসবে যাবে একের পর এক নতুন সরকার;
বুঝবে কি কেউ, মানুষের কি দরকার।
আবার এসেছে ভিক্ষা নিতে, নতুন প্রতিশ্রুতি হাতে;
মিলবে নাকি সুদছাড়া ঋণ কৃষিকার্যের খাতে।
হবে নাকি নির্মূলবেকারত্বের দুঃখ;
পাবে নাকি চাকরি, কোটি অথবা লক্ষ।
আগে ছিল কাগজ বাক্স, এখন সব যন্ত্র ;

আছে কি এই ভোটে, সেই গণতন্ত্র?? 


           ~  মনোজ রায়
© Copyright Protected


Post a Comment

0 Comments

Close Menu