বড়ো ভালোবাসি যে তোমায় ,
সকালের হলুদ রোদ্দুর আজো
তোমায় মনে পড়ায়॥
তোমারই সুর শুনি -
ওই গ্রাম ছাড়ানো
রাঙ্গামাটির পথে॥
উদ্ধত ওই রডোডেনড্রন,
নীল আকাশের গায়ে-
আজো তোমারই ছবি আঁকে ,
শুধু তোমারই কথা বলে॥
সন্ধ্যা হলে শিপ্রা নদীর তীরে-
তোমার মালবিকা আজও
নির্জনে প্রদীপ জ্বালে,
তোমারই পথ চেয়ে॥
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এখনো-
তোমারই গানের সুরে ভাবি;
মনের কথাটি যেন,
তারে এখনি বলা যায়॥
বড়ো ভালোবাসি যে তোমায়-
আজ এই ২৫শে বৈশাখে
এ মন আমার তোমায় স্মরে,
তোমায় প্রণাম করে॥
সকালের হলুদ রোদ্দুর আজো
তোমায় মনে পড়ায়॥
তোমারই সুর শুনি -
ওই গ্রাম ছাড়ানো
রাঙ্গামাটির পথে॥
উদ্ধত ওই রডোডেনড্রন,
নীল আকাশের গায়ে-
আজো তোমারই ছবি আঁকে ,
শুধু তোমারই কথা বলে॥
সন্ধ্যা হলে শিপ্রা নদীর তীরে-
তোমার মালবিকা আজও
নির্জনে প্রদীপ জ্বালে,
তোমারই পথ চেয়ে॥
বর্ষণমন্দ্রিত অন্ধকারে এখনো-
তোমারই গানের সুরে ভাবি;
মনের কথাটি যেন,
তারে এখনি বলা যায়॥
বড়ো ভালোবাসি যে তোমায়-
আজ এই ২৫শে বৈশাখে
এ মন আমার তোমায় স্মরে,
তোমায় প্রণাম করে॥
~ রণবীর বন্দ্যোপাধ্যায়
© Copyright Protected
0 Comments