Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"ভাঙা হৃদয়ের প্রশ্ন" ~ সঞ্জীব ঘোষ


 হঠাৎ যদি নেমেছে বৃষ্টি খুব জোরে
যত্ন নিতিস মাথার ওপর ছাতা ধরে
ভালোবাসার খুব ভোরে।
এখন ভালোবাসার তপ্ত দুপুর
চলে গেছিস বাজিয়ে নুপুর
ভাঙা হৃদয় ভাঙা হলেও
ভালোবাসা থাক ভরপুর।
তপ্ত দুপুর ক্লান্ত হবে
সন্ধ্যা ঘনিয়ে আসবে যবে,
ভাঙা হৃদয় প্রশ্ন তুলবে আবার
ভোর আসবে কবে?


          ~  সঞ্জীব ঘোষ
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu