চলিত এই দিনে
জাগছে মনে প্রাণে...
শিক্ষক মানে সৃষ্টিকর্তা মোদের সবার,
সুন্দর জীবন
সাধ্যের জোরে করেন গঠন,
শিক্ষা সংগ্রামে লড়ছি মোরা হতে তাঁদের মতন।
শিক্ষক মানে বাবার আদর...
দেখান ওনার পরিচালনার কদর,
শিক্ষক মানে শীতের চাদর গরমের জন্য বাতাস;
ওনার সব সাধু আচার
বাড়ায় মোদের বিশ্বাস।
শিক্ষক মানে সাজানো সমাজ
বন্ধুর মতো সাথি
ওনাদের দ্বারা সৃষ্টি হয়েছে কত রথী-মহারথী।
শিক্ষক মানে শিক্ষা গুরু, মানুষ তৈরীর কারিগর
উনি ব্রহ্মা উনি বিষ্ণু উনি মহেশ্বর।
শিক্ষক মানে আদর্শ,
সর্ব কর্মনিষ্ঠা, জ্ঞান, মান—
শিক্ষক মানে দায়িত্ব পালনের অনন্য অভিধান।
শিক্ষক মানে সুখের ছায়া—
শিক্ষক মাানে তৃপ্তি,
সমস্যাদের সমাধান আর
পথ চলার গতি।
ধ্রুব বিকাশ মাইতি ©
0 Comments