মাঝে মাঝে ইচ্ছে করে, পাখি হয়ে যাই।
পাখিদের কত মজা, জানি আমরা সবাই II
এখন আমি আকাশটাকে, দেখি চেয়ে চেয়ে।
পাখি হলে বলতাম কথা, তার সাথে গিয়ে॥
হতাম আমি বন্য পাখি, ঘুরতাম নানা দেশ।
গাছেদের সাথে আমি বলতাম কথা বেশ॥
পাখি হয়ে আকাশেতে দিতাম আমি পাড়ি।
পাড়ি দিয়ে যেতাম আমি মেঘেদের বাড়ি॥
দেখতাম চেয়ে মেঘগুলো সব ওড়ে কেমন করে।
উড়তাম আমি সারাটা দিন মস্ত আকাশ জুড়ে॥
কিন্তু যদি পড়ি ধরা কোনো শিকারির ফাঁদে।
জীবন আমার হবে বৃথা, মরব কেঁদে কেঁদেII
এই কথা ভাবি যখন, বড়ই কষ্ট হয়।
পাখি হওয়ার ইচ্ছে আমার, ধুলোয় মিশে যায়॥
অক্ষয় মণ্ডল ©
0 Comments