কান পাতলেই শোনা যায়
গাছেদের বুকে অহরহ
বিষন্ন এক সুর কাঁপে
অজানা অর্থবহ...।
প্রথমে বুঝিনি আমি
কে যেন ডাকছে কাকে!
থমকে গেছি পিছুটানে...
জড়ানো জামা গোলাপ শাখে।
ক্রমশ তার পাশে বসি
অজানা এক কৌতুহলে,
ফোটা ফুলের কৌতুকে সে
হাওয়ার স্বরে কথা বলে।
কথা মানে, দুঃখ-সুখ আর
অনেক গল্প-গাঁথা;
কথা মানে পরষ্পরের
হৃদয় ছুঁয়ে থাকা...
কথোপকথনের ডানায় চেপে
মুহূর্তগুলো পার...
"ফিরবো ঘরে গোলাপ চারা
এবার আমায় ছাড়!"
গাছেদের বুকে অহরহ
বিষন্ন এক সুর কাঁপে
অজানা অর্থবহ...।
প্রথমে বুঝিনি আমি
কে যেন ডাকছে কাকে!
থমকে গেছি পিছুটানে...
জড়ানো জামা গোলাপ শাখে।
ক্রমশ তার পাশে বসি
অজানা এক কৌতুহলে,
ফোটা ফুলের কৌতুকে সে
হাওয়ার স্বরে কথা বলে।
কথা মানে, দুঃখ-সুখ আর
অনেক গল্প-গাঁথা;
কথা মানে পরষ্পরের
হৃদয় ছুঁয়ে থাকা...
কথোপকথনের ডানায় চেপে
মুহূর্তগুলো পার...
"ফিরবো ঘরে গোলাপ চারা
এবার আমায় ছাড়!"
~ দীপেশ রায়
© Copyright Protected
0 Comments