Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"শ্রমিক দিবস" ~ প্রতীক হালদার


কর্ম যদি জীবন গড়ে 
কর্ম রাখে মনে ,
কর্মী হয়ে উঠবে সবাই 
সময়ের ব্যবধানে ।
কর্ম  জীবন পৃথিবীতে 
সুখে করে বাস,
কর্মহীন মানবজীবনে 
ধেয়ে আসে নানা পরিহাস ।
শ্রম বিনিময় হলে কি 
কর্ম তাকে কয়?
চেতনা -বিবেক গড়া  
সে কি শ্রম নয়?
পরিশ্রমের কঠিন চাপে 
রক্ত,ঘাম হয়ে ঝড়ে ,
সঠিক পারিশ্রমিক না পেয়ে 
শ্রমিক অনাহারে মরে ।
আসবে যাবে "শ্রমিক দিবস"
বদলাবে না নিয়মনীতি,
কান্নার স্রোতে পাথর হবে 
অসহায় শ্রমিকের ভীতি ।

         ~  প্রতীক হালদার
© Copyright Protected

Post a Comment

2 Comments

  1. ভালো হয়েছে ��

    ReplyDelete
  2. ভীষণভাবে প্রাসঙ্গিক

    ReplyDelete
Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu