কর্ম যদি জীবন গড়ে
কর্ম রাখে মনে ,
কর্মী হয়ে উঠবে সবাই
সময়ের ব্যবধানে ।
কর্ম জীবন পৃথিবীতে
সুখে করে বাস,
কর্মহীন মানবজীবনে
ধেয়ে আসে নানা পরিহাস ।
শ্রম বিনিময় হলে কি
কর্ম তাকে কয়?
চেতনা -বিবেক গড়া
সে কি শ্রম নয়?
পরিশ্রমের কঠিন চাপে
রক্ত,ঘাম হয়ে ঝড়ে ,
সঠিক পারিশ্রমিক না পেয়ে
শ্রমিক অনাহারে মরে ।
আসবে যাবে "শ্রমিক দিবস"
বদলাবে না নিয়মনীতি,
কান্নার স্রোতে পাথর হবে
অসহায় শ্রমিকের ভীতি ।
কর্ম রাখে মনে ,
কর্মী হয়ে উঠবে সবাই
সময়ের ব্যবধানে ।
কর্ম জীবন পৃথিবীতে
সুখে করে বাস,
কর্মহীন মানবজীবনে
ধেয়ে আসে নানা পরিহাস ।
শ্রম বিনিময় হলে কি
কর্ম তাকে কয়?
চেতনা -বিবেক গড়া
সে কি শ্রম নয়?
পরিশ্রমের কঠিন চাপে
রক্ত,ঘাম হয়ে ঝড়ে ,
সঠিক পারিশ্রমিক না পেয়ে
শ্রমিক অনাহারে মরে ।
আসবে যাবে "শ্রমিক দিবস"
বদলাবে না নিয়মনীতি,
কান্নার স্রোতে পাথর হবে
অসহায় শ্রমিকের ভীতি ।
~ প্রতীক হালদার
© Copyright Protected
2 Comments
ভালো হয়েছে ��
ReplyDeleteভীষণভাবে প্রাসঙ্গিক
ReplyDelete