রাস্তার পাশে পাগলিটা যখন প্রসব যন্ত্রনায় ছটফট করছে, আর রাস্তা দিয়ে মানুষজন কেউ নাক সিটকিয়ে, কেউ বা গজগজ করতে করতে চলেছে, তখন একটা কুকুর মুখে করে জলের বোতলটা নিয়ে এসে পাগলীটার মুখে ঢেলে দিয়ে, জিভ দিয়ে কপালটা চেটে দিতে লাগলো।
~ অস্মি সেনগুপ্ত
© Copyright Protected
0 Comments