Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"রাতের নীরবতা ভঙ্গ" - সানন্দা নন্দী


গভীর রাতে ঘুম ভাঙে বৃষ্টির শব্দে
রাতের নীরবতা ভঙ্গ হয় সেই শব্দে ,
শুনসান জন-মানবহীন রাস্তা বড় একাকিনী
রাস্তার ধারে সাজানো ল্যাম্পপোস্ট গুলি তার সাথী ।
হলুদ আলোতে আঁধার ঘোচাতে সে তৎপর
নেই কোনো ব্যস্ততা নেই কোনো ভীড়-ভাট্টা ,
ব্যস্ততা শুধু রাস্তার সারমেয়দের
উদ্দেশ্য তৎক্ষণাৎ নিরাপদ আশ্রয়ের।
পর্দাকে উপেক্ষা করে হলুদ আলো ঘরে ঠিকরে এসে পড়ে
গভীর রাতের অতিথিকে করি সাদরে আহ্বান ,
আলহাদে সে ছড়িয়ে পড়ে ঘরের চারদিকে
মিটি মিটি আলোতে বশীভূত আমি -
খানিকটা ইচ্ছাকৃতও বটে ।
বৃষ্টির ঝম ঝম শব্দ হাতছানি দিয়ে ডাকে
আর ঠান্ডা-শীতল বাতাস ভিজতে আশকারা দেয় ,
আলস্যের চাদর আর ঘুমন্ত বালিশকে সরিয়ে -
গুটি গুটি পায়ে চলে যাই একচিলতে ব্যালকনিতে ।
দু'হাত পাতি আকাশের নিচে
চাতকের মতো তৃষিত হৃদয় নিয়ে ,
ব্যস্ত হয়ে পড়ি গভীর রাতের জলকেলিতে
লিপ্ত থাকি বৃষ্টিকে মুঠো বন্দীর ব্যর্থ প্রয়াসে ।
ধীরে ধীরে আঁধারের কালিমা ঘুচতে থাকে
পূবের আকাশ ক্রমে ক্রমে ফর্সা হতে থাকে ,
রাস্তার হলুদ আলো ফিকে হয়ে আসে
বৃষ্টি তখনো ঝরছে অবিরত নিজ ছন্দে ,
চোখ-জোড়া বন্ধ করে নিঃশ্চুপ থাকি
বড় আন্তরিকতার সাথে আলিঙ্গন করি -
বৃষ্টির শীতল জলের ঝাপটাকে ।
             


                    *স্বত্ব নিজস্ব
             @ সানন্দা নন্দী






Post a Comment

0 Comments

Close Menu