আজি ঝরঝর মুখর বাদল খরশর....
শ্যাম বিনা আঁখি নাহি চায়।
মেঘ গরজিছে, মত্ত দাদুরী ডাকিছে
মোর পরাণ উথলি যায়॥
ওই সেথা দূরে কুঞ্জ-বাসরে
শ্যাম বুঝি বসি আছে।
তার বাঁশি শুনি, হৃদয়ে প্রমাদ গণি
যায় সে আন বাড়ি পাছে॥
চল চল চল মোরে নিয়া চল
আর যে সহিতে নাহি পাই।
ওরে ওরে বড়াঞি সখী হে হামারি
কানুরে দেখি সব ঠাঁই॥
ওই যে যমুনাকুলে দেখহ কদম-মূলে
কেন সে আমারে ছলি।
ওই সে বসি কালো মেঘে ভাসি
যায় সে কার ঘরে চলি॥
ওই দেখা যায় ধেণু সে চড়ায়
মোহন বাঁশি পুরিয়া।
দেখ দেখ সখী ময়ূর-পুচ্ছ ধরি
কেমনে ভুলায় নাচিয়া॥
অঙ্গে পীত বসন রঙ্গে নাগিনি যেমন
হেলিয়া দুলিয়া মন ভায়।
ও কালো বরণ ডাকিল আমার মরণ
এবে কি করিনু হায় হায়॥
মাথায় কবরী বাঁধি কর্ণে কুণ্ডল গাঁথি
বাজুবন্ধ আর রতনে সাজি।
ওই মুকুতা-দশন, রূপ অবর্ণন
হাম কলঙ্ক নিতে রাজি॥
শেষে কবি ভণে এ অসম রণে
কে কবে জিতিয়াছে আর।
কালা যে পিরীতি-নাগ রাধারে পাইলে বাগ
দংশিয়া করিবে ছাড়খার॥
© সুফী রায়
0 Comments