Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

"তিরোহিত লয়" ~ শৌভিক রায়

 

কত চিতানল জ্বলতে দেখিনু ব্যাথাতুর দুই চোখে,
আরও কত চিতা উঠবে জ্বলে হৃদয়-বিদারী শোকে।
আরও কত ক্রন্দনরোল, বিয়োগ ব্যাথার বিলাপ
শ্মশানভূমির মলিন ধূলায় সিঞ্চিবে সন্তাপ।
আরও কত ঘর হয়ে যাবে খালি, আরও কত সাদা থান,
কত সিঁথির সাধের সিঁদুর নিমেষেই হবে ম্লান।
কত পিতামাতা অকালে তার হারাবে সন্তান,
সংসার-সুখী কত নববধূর আয়ু হবে অবসান।
কত সন্তান হবে যে অনাথ, অচেনা পৃথিবী যার,
অজানা পথ চিনিয়ে দেবার নেই কেউ পাশে তার।
কতজন তার হারাবে বন্ধু, হারাবে ভাই-বোন,
হারাবে প্রেম, হারাবে স্বপ্ন, হারাবে গৃহকোণ।
আরও কত স্নেহ-মায়ার বাঁধন, সহসা যাবে খুলি,
আরও কত অশ্রুধারায় হবে যে অন্তর্জ্জলী।
আরও কতকাল চিরনিদ্রিত প্রিয়জনে লয়ে সাথে,
খই ছড়িয়ে, হরিধ্বনি দিয়ে যেতে হবে শেষ পথে।
লেলিহান শিখা পোড়ায় না শব, পোড়ায় যে স্মৃতিকথা,
পড়ে থাকে শুধু একমুঠো ছাই, আর বুকফাটা কিছু ব্যাথা।
জীবন-মৃত্যু পরমতত্ত্ব, সে তো রুখিবার নয়, হায় !
তবু মিছে মায়া বারেবারে কেন এত বেদনা দিয়ে যায় !
এমনি করে সময়প্রবাহে আমারও আসবে দিন,
মহাকালের ভস্মরাশিতে আমিও যে হব লীন।
স্মৃতির পরত খোলবার সেদিন রবে না তেমন কেউ,
শুধু করুণাসিক্ত সজল নয়নে ক্ষণিক উঠবে ঢেউ॥


          ~ শৌভিক রায়
© Copyright Protected

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu