তোমার জীবন রাঙিয়ে নিয়েছো
বহুমুখী প্রতিভায়,
সেই আভাতে উদ্ভাসিত
সত্যজিৎ যে তোমার নাম।
লেখক, গীতিকার, নাট্যকার
তাতেও থামোনি তুমি.....
তুমি যে অঙ্কন শিল্পী, চিত্র পরিচালক, প্রযোজক
সঙ্গে লিপি কলাবিদ।
তোমার কর্মে বর্ণময় জীবনে
জিতেছো অগণিত পুরস্কার ...
জাতীয়, আর্ন্তজাতিক, ভারতরত্ন ও অস্কার।
তোমার কল্পনায় সৃষ্টি করেছ
"প্রফেসর শঙ্কু " ও "ফেলুদ"
অদ্ভুত কালজয়ী "অপু ত্রয়ী"-
আজো গাঁথা হয়ে আছে
বাঙালি মননে সেই অপূর্ব রচনা।
বিশ্ব মাঝে রেখো গেছো তুমি অনন্য অবদান
কর্মজীবনে অর্জিত কত যে সম্মান।
তোমার সত্যকে বাঙালি যেন
ফের জয় করতে পারে,
হে গুণী শতবর্ষে শ্রদ্ধা জানাই
প্রনাম তোমার চরণে॥
বহুমুখী প্রতিভায়,
সেই আভাতে উদ্ভাসিত
সত্যজিৎ যে তোমার নাম।
লেখক, গীতিকার, নাট্যকার
তাতেও থামোনি তুমি.....
তুমি যে অঙ্কন শিল্পী, চিত্র পরিচালক, প্রযোজক
সঙ্গে লিপি কলাবিদ।
তোমার কর্মে বর্ণময় জীবনে
জিতেছো অগণিত পুরস্কার ...
জাতীয়, আর্ন্তজাতিক, ভারতরত্ন ও অস্কার।
তোমার কল্পনায় সৃষ্টি করেছ
"প্রফেসর শঙ্কু " ও "ফেলুদ"
অদ্ভুত কালজয়ী "অপু ত্রয়ী"-
আজো গাঁথা হয়ে আছে
বাঙালি মননে সেই অপূর্ব রচনা।
বিশ্ব মাঝে রেখো গেছো তুমি অনন্য অবদান
কর্মজীবনে অর্জিত কত যে সম্মান।
তোমার সত্যকে বাঙালি যেন
ফের জয় করতে পারে,
হে গুণী শতবর্ষে শ্রদ্ধা জানাই
প্রনাম তোমার চরণে॥
~ শিউলী ব্যানার্জী (মুখার্জী)
© Copyright Protected
1 Comments
����.khub valo laglo
ReplyDelete