সকালবেলা ঘনশ্যামবাবু প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন, পথেই প্রতিমা শিল্পী প্রণবের বাড়ি। ঘনশ্যামবাবু ভাবলেন একবার ঢুঁ মেরে যাই। পুজোর দিন এগিয়ে এসেছে। যত দিন যাচ্ছে, প্রণবের প্রতিমার দাম বেড়েই চলেছে অথচ গতবারের প্রতিমাটা অনেকেরই মনঃপুত হয়নি!
-- প্রতিমার কাজ কমপ্লিট তো প্রণব!
-- হ্যাঁ দাদাবাবু। আপনি দেখে যান কেমন হয়েছে।
-- হুম, গতবার কিন্তু প্রতিমার কালো রংটা ঠিক ফুটে ওঠেনি। কেমন যেন ম্যাড়মেড়ে লাগছিল। কালো রংয়ের আলাদা একটা জৌলুষ আছে বুঝলি!
দুজনের কথাবার্তার মাঝে সুভাষবাবুর প্রবেশ।
"আরে ঘনশ্যাম যে, এখানে ঠাকুর দেখতে এলে বুঝি? গতকাল ছেলের জন্য পাত্রী দেখতে গিয়েছিলে পছন্দ হয়েছে?
-- না সুভাষদা। পাত্রী দেখতে লম্বা-চওড়া, পড়াশোনাতেও বেশ ভালো। তবে সব ভালো হলে কী হবে, পাত্রীর রংটা বেজায় কালো। তাই অমত করে দিলাম। ছেলের বিয়ে দেব মেয়ে একটু ফর্সা না হলে চলে!!
~ সুদীপ্ত বিশ্বাস
© Copyright Protected
2 Comments
দারুণ ভাবনা
ReplyDeleteSattie advut.....manus
ReplyDelete