আমি ছাত্র, তোমরা দল
আমরা হলাম ছাত্রদল।
আমরা হব বীরবল, আমরা হব বাহুবল
আমরা গড়ব সমাজদল
ভাঙবো আমরা রাজনীতি
ভাঙবো আমরা শাসকদল,
গড়ব আমরা স্বাধীন দেশ।
সবাই হব আগুয়ান
জ্বালবো আমরা অগ্নিশিখা
পুড়বে শাসক উড়বে ধুলো
আমরা হব স্বদেশ-প্রেমী।
খেলবো আমরা রক্ত নিয়ে
যুদ্ধ করবো জীবন দিয়ে,
দেশের জন্য শহীদ হব
বলবো একবার স্বাধীন দেশ।
জাগো জাগো মানুষজন
পাশে দাঁড়াও সমাজগণ,
আমরা গড়ব মুক্ত দেশ
বাঁচবে তোমরা প্রাণ বেশ।
আমরা হব স্বদেশী
আমরা হব তেজস্বী,
আমরা আনবো স্বাধীনতা
আমরাই হব সবার সেরা
আমরাই হব ছাত্রদল॥
~ মন্দিরা বরাট
© Copyright Protected
0 Comments