তুমি আমাদের বিদ্রোহীকবি,
বিদ্রোহ দিয়েই ফোটালে ফুল,
অসাধারণ গানের রচয়িতা তুমি,
তুমি সেই নজরুল।
সাম্যবাদী কবি তুমি
জাতপাতের নেই বিচার,
জাতের নামে বজ্জাতি দেখে
করেছ সব ধুয়ে একাকার।
তোমার প্রেমের গানে আকুল হয় মন,
চোখে নামে বারিধারা,
শ্যামাসঙ্গীত, তাও লিখেছিলে তুমি-
সে সবই প্রাণ হরা।
দেশকে মুক্ত করতে গিয়ে
যুদ্ধে সামিল হয়েছিলে,
তোমার লেখনীর শক্ত আঘাতে
বিদেশিরা পালিয়ে বেঁচে গেলে।
দেশের স্বাধীনতার কাণ্ডারী,
তোমার হাতেই তৈরি হল,
তাই তুমি নমস্য আমাদের,
তুমি আমাদের প্রণাম জেনো।
বিদ্রোহ দিয়েই ফোটালে ফুল,
অসাধারণ গানের রচয়িতা তুমি,
তুমি সেই নজরুল।
সাম্যবাদী কবি তুমি
জাতপাতের নেই বিচার,
জাতের নামে বজ্জাতি দেখে
করেছ সব ধুয়ে একাকার।
তোমার প্রেমের গানে আকুল হয় মন,
চোখে নামে বারিধারা,
শ্যামাসঙ্গীত, তাও লিখেছিলে তুমি-
সে সবই প্রাণ হরা।
দেশকে মুক্ত করতে গিয়ে
যুদ্ধে সামিল হয়েছিলে,
তোমার লেখনীর শক্ত আঘাতে
বিদেশিরা পালিয়ে বেঁচে গেলে।
দেশের স্বাধীনতার কাণ্ডারী,
তোমার হাতেই তৈরি হল,
তাই তুমি নমস্য আমাদের,
তুমি আমাদের প্রণাম জেনো।
~ রীতা বসু
© Copyright Protected
© Copyright Protected
0 Comments