Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

প্রিয় কাজী নজরুল | কলমে ~ সুব্রত দাস | নীরব আলো

বিদ্রোহী তুমি, তুমিই উন্নত মমশির
দিনের শেষে জেগে উঠা , এক আগ্নেয়গিরি।
দিবস কাটিয়েছো রুটির দোকানে 
রাত্রে জেগেছে অগ্নিদগ্ধে,মানসিক পিন্ড তারে।

রক্তাক্ত হস্তে কলম ধরেছো,সহ্য করেছো যন্ত্রনা।
শত্রুর নিধনে নেমেছো পথে, করোনি কোনো কান্না।
তুমিই উন্নত, তুমিই মমশির
তুমি বিদ্রোহী নেতা,তুমি কবি কাজী নজরুল।

তোমার নামে লেখা আজ,সব হয়েছে রঙিন।
রঙিন তোমার স্মৃতিখানি,তুমিই অগ্রযাত্রী।
পৃথিবী জেগে থাকবে, মনে রাখবে ততোদিন
তুমিই আমাদের বিদ্রোহী কবি,কবি কাজী নজরুল।

তোমার লেখা ছন্দ, নয়তো তা বদ্ধ
জেগে আছে কত-শত লেখকের গন্ধে।
তবুও তুমিই থাকবে সেরা, বিদ্রোহী প্রার্থী নেতা
আমাদের প্রিয় কবি,কবি কাজী নজরুল।

         ~ সুব্রত দাস
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu