আকাশে খুব মেঘ জমছে শিমূল গাছের পাশে।
স্মৃতিগুলো জলছবি হয়ে চোখের সামনে ভাসে॥
পড়তে বসে চেয়ে দেখি হঠাৎ বৃষ্টি আসছে ধেয়ে।
পাখিরা সব উড়ে পালায় আপন ভাষায় গেয়ে॥
শালিকগুলো কখন এসে কাঁপছে উঠোন ধারে।
রাজ্য জয়ে পিঁপড়েরা যেন যাচ্ছে সারে সারে॥
ব্যাঙগুলি সব জল ছিটিয়ে করছে লাফালাফি।
ওই যে এক শামুক চলেছে বাঁধা যেন তার গতি॥
উঠোন-মাঠ সব জল জমেছে দারুণ সে অনুভূতি।
পৃষ্ঠা ছিঁড়ে নৌকো বানাই, এখন আমি তার মাঝি॥
মা বকতো বই ভিজেছে জলের ঝাপটানিতে।
বলতাম মা তুমি গোছাও, আমি আটকে আছি দ্বীপে॥
স্মৃতিগুলো জলছবি হয়ে চোখের সামনে ভাসে॥
পড়তে বসে চেয়ে দেখি হঠাৎ বৃষ্টি আসছে ধেয়ে।
পাখিরা সব উড়ে পালায় আপন ভাষায় গেয়ে॥
শালিকগুলো কখন এসে কাঁপছে উঠোন ধারে।
রাজ্য জয়ে পিঁপড়েরা যেন যাচ্ছে সারে সারে॥
ব্যাঙগুলি সব জল ছিটিয়ে করছে লাফালাফি।
ওই যে এক শামুক চলেছে বাঁধা যেন তার গতি॥
উঠোন-মাঠ সব জল জমেছে দারুণ সে অনুভূতি।
পৃষ্ঠা ছিঁড়ে নৌকো বানাই, এখন আমি তার মাঝি॥
মা বকতো বই ভিজেছে জলের ঝাপটানিতে।
বলতাম মা তুমি গোছাও, আমি আটকে আছি দ্বীপে॥
~ সুজিত সেন
© Copyright Protected







0 Comments