Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বিশ্ববরেণ্য নজরুল | কলমে ~ ডাঃ সেখ সাবের আলি | নীরব আলো

ওগো কবি নজরুল,
চিনতে তোমায় করিনি ভুল।
গেয়েছিলে বিদ্রোহের গান
জাগিয়ে ছিলে দেশবাসীর ঘুমন্ত প্রাণ꫰
দেশের সর্ব্বহারা যত মানুষ ছিল
তাদের দিয়েছিলে হুঁশ,
নিজেদের পাওনা-গুণ্ডা বুঝে নিতে
ভুলোনা -ভুলোনা হইও না বেহুঁশ꫰
চেতনা দিয়েছিলে সমাজের বুকে-
"জাগো দাঁড়াও রুখে,
তোমরা কখনও দুর্বল হইও না
প্রতিবাদ কর, মরোনা ধুঁকে,
হইও না অলস, ঘুমিয়ো না মিথ্যা সুখে।"
তোমার কথা শুনেছিল শুধু কানে,
গুরুত্ব দেয়নি মান।
লাথি-ঝাঁটা খেয়েছে শতবার
কখনও জাগেনি তাদের প্রাণ।
ব্রিটিশদের প্রতি ছিল তোমার ঘৃণা,
দাসত্ব কখনও করনি।
গানে কবিতায় সৈনিক, করেছ প্রতিবাদ
সত্যের জন্য লড়াই কখনও ভুলনি।
দাসত্ব শৃঙ্খল কখনও পায়ে পরোনি।
তোমার মত নির্ভীক নজরুল যারা,
আজও আছে তারা।
মরেনি-মরেনি হাল তারা ছাড়েনি,
নবজাগরণে আজও দিচ্ছে সাড়া।
তুমি নজরুল ফুটিয়েছিলে ফুল
প্রাণে ভালোবাসা হয়েছিল আকুল꫰
আমরা সত্য বলতে পাই না ভয়
তোমার স্বদেশ প্রেমের নাই তুল꫰
প্রণম্য প্রণম্য সবার কবি নজরুল,
বিশ্ববরেণ্য সবার প্রিয় নজরুল।

       ~ ডাঃ সেখ সাবের আলি

© Copyright Protected

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu