Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

এ বিদ্রোহ.. অন্নের | কলমে ~ আমিরুল ইসলাম | নীরব আলো

 

হাড় হিম করা শীতের শিশির বিন্দু সাক্ষী রইল 
মাঠ খাটা কৃষকের, অগ্নিখন্ড অভিশাপের;
তারা আগুনকে ঠান্ডা করতে জানে -
রুখে দিতে পারে বিধ্বংসী ঝড়ের গতিফের।
এ বিদ্রোহ.. অন্নের, অন্ন-জোগাড়ি ভারতের।

এক একটা চৌরাস্তার মোড় - বাকরুদ্ধ রইল,
বজ্রকণ্ঠি হুংকারে আধপেট খাওয়া মানুষের;
এরা অন্নজোগাড়ে ব্যাস্ত থাকে, ঘানি টানে -
এদের দায়িত্ব সংসারেই সীমাবদ্ধ নয়...
দায়িত্ব বিশ্ব সংসারের।

শরীর ভেদকারি শীতের বাতাস চকিত রইল,
কম্পিত কণ্ঠের একনিষ্ঠ প্রতিবাদে।
মাধ্যাকর্ষণ টানের ন্যায় মানুষ জমেছে -
এক শীর্ষে, খেটে খাওয়া মানুষের।
এ প্রতিবাদ.. অন্নের,অন্ন-জোগাড়ি ভারতের।


       ~  আমিরুল ইসলাম
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu