ফিরে আয়, ঘরে আয় জ্যৈষ্ঠের চাঁদনী রাতে,
মায়াময় স্বপনে মাতৃভবনে
মা জাহেদার শূন্য বুকে, ফকির আহমেদের চুরুলিয়া গ্ৰামে,
গুল বাগিচার 'বুলবলি' নামে।
সুন্দর নতুন অতিথি রূপে ভাঙা ঘর আলো করে
এসো হে বিদ্রোহী বজ্রদীপ্ত কন্ঠে
আকাশের ধূমকেতু রূপে, দুখু মিয়া নাম নিয়ে,
লোটো গান গেয়ে মহানন্দে।
রাবীন্দ্রিক যুগেও অম্লান তুমি,
বিচরণ করেছো কবিতা ও গানে।
হে কবি কাজী নজরুল ইসলাম...
তোমার গানে কবিতায় দিয়েছো হুঁশিয়ারী,
দেশের বিপ্লবীদের তুমি কাণ্ডারী।
অগ্নিবীণার বাণী এনে দিলে যৌবনে,
ছাত্রযুবা মাতোয়ারা তোমার কবিতা-গানে।
কবির কবি সর্ব গুণে গুণী
জন্মদিনে কি আর দেব আমি?
হে কাজী নজরুল ইসলাম...
দিতে পারি শুধু সশ্রদ্ধ প্রণাম।
গেয়ে যাব তোমার কবিতা ও গান
রেখে যাব তোমার সম্মান॥
মায়াময় স্বপনে মাতৃভবনে
মা জাহেদার শূন্য বুকে, ফকির আহমেদের চুরুলিয়া গ্ৰামে,
গুল বাগিচার 'বুলবলি' নামে।
সুন্দর নতুন অতিথি রূপে ভাঙা ঘর আলো করে
এসো হে বিদ্রোহী বজ্রদীপ্ত কন্ঠে
আকাশের ধূমকেতু রূপে, দুখু মিয়া নাম নিয়ে,
লোটো গান গেয়ে মহানন্দে।
রাবীন্দ্রিক যুগেও অম্লান তুমি,
বিচরণ করেছো কবিতা ও গানে।
হে কবি কাজী নজরুল ইসলাম...
তোমার গানে কবিতায় দিয়েছো হুঁশিয়ারী,
দেশের বিপ্লবীদের তুমি কাণ্ডারী।
অগ্নিবীণার বাণী এনে দিলে যৌবনে,
ছাত্রযুবা মাতোয়ারা তোমার কবিতা-গানে।
কবির কবি সর্ব গুণে গুণী
জন্মদিনে কি আর দেব আমি?
হে কাজী নজরুল ইসলাম...
দিতে পারি শুধু সশ্রদ্ধ প্রণাম।
গেয়ে যাব তোমার কবিতা ও গান
রেখে যাব তোমার সম্মান॥
~ পায়েল মন্ডল
© Copyright Protected
0 Comments