বিষয়- উন্মুক্ত
লেখা জমা দেওয়ার শেষ দিন ২২ শে জুন, ২০২১ (রাত ১২টা পর্যন্ত)
এটি সম্পূর্ণ বিনামূল্যের অনলাইন মাসিক পত্রিকা। আমাদের পত্রিকায় লেখা প্রকাশের জন্য কোনোরকম অনুদান বা মূল্য দিতে হয় না। আপনি সম্পূর্ণ বিনামূল্যে পত্রিকাটি পড়তেও পারেন, "নীরব আলো" -র ওয়েবসাইট থেকে ডাউনলোড করে।
*** বিভাগসমূহ ****
• ১. কবিতা (অণুকবিতা - অনধিক ৮ লাইন, কবিতাগুচ্ছ - অনধিক ৮ লাইন করে সর্বোচ্চ ৩ টি )
• ২. পরমাণুগল্প (৫০-৮০ শব্দ)
• ৩. অণুগল্প (১০০-১৫০ শব্দ)
• ৪. গল্প
• ৫. নাটক/নাটিকা
• ৬. উপন্যাস/উপন্যাসিকা
• ৭. ধারাবাহিক
• ৮. প্রবন্ধ
• ৯. ভ্রমণ (কমপক্ষে ২টি ছবিসহ)
• ১০. অঙ্কণ (ম্যানুয়াল /ডিজিটাল)
• ১১. শব্দছক (৭/৭ বর্গছক- উত্তর সহ)
• ১২. কিশলয় (অনূর্ধ্ব ১৫)
কবিতা, গল্প, অঙ্কণ
নিয়মাবলিঃ
১. লেখা মেইল বডিতে অথবা ডক ফাইলে শুধুমাত্র বাংলায় টাইপ করে পাঠাতে হবে। অন্য কোনো format এ লেখা গ্রহণ করা হবে না।
২. পূর্বে অপ্রকাশিত লেখা বা আঁকাই কেবল গৃহীত হবে। ফেসবুক, অন্য কোনো পত্রিকা, ব্লগ অথবা ওয়েবসাইটে প্রকাশিত হয়ে গিয়েছে এমন লেখা/আঁকা পাঠাবেন না।
৩. সর্বাধিক ২টি ভিন্ন বিভাগে লেখা পাঠাতে পারেন। লেখার নির্দিষ্ট বিভাগ অবশ্যই উল্লেখ করবেন।
৪. সঙ্গে অবশ্যই সক্রিয় মোবাইল নম্বর এবং ঠিকানা দেবেন।
••• লেখা পাঠানোর ঠিকানাঃ-
Email - help.ekdn@gmail.com
বিঃ দ্রঃ
১. কোনো রাজনৈতিক বা ধর্মীয় ভাবাবেগে আঘাত করে এ জাতীয় লেখা পাঠাবেন না।
২. অন্য কারোর হয়ে কোনো লেখা পাঠাবেন না বা অন্য কারোর লেখা নিজের নাম দিয়ে চালাবেন না।
৩. লেখা/আঁকা নির্বাচনের ক্ষেত্রে সম্পাদকমন্ডলীর সিদ্ধান্তই চূড়ান্ত।
৪. উপরোক্ত শর্তের যেকোনো একটি লঙ্ঘিত হলে সেই শিল্পকর্ম তখনই বাতিল করা হবে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।
যাবতীয় খুঁটিনাটি তথ্য পেতে যুক্ত হতে পারেন নীরব আলো ফেসবুক গ্রুপে।
◾️ফেসবুক গ্রুপ - Fb.com/groups/NirobAalo
◾️ওয়েবসাইট - www.enirobaalo.tk
◾️পরয়োজনে যোগাযোগ- হোয়াটসঅ্যাপ (শুধুমাত্র মেসেজ)-
১. https://wa.link/d2v01w
২. https://wa.link/dqjd60
ধন্যবাদান্তে
"নীরব আলো"
0 Comments