হারিয়ে যাওয়া পোস্ট কার্ড
আর অতীতের সেই চিঠি,
দাম ছিল তার স্বল্প
তাতেই কত লেখা হতো-
বহু জীবনের গল্প।
হলুদ রঙা দেখতে ছিল
লেখার কতো গল্প ছিল,
যোগাযোগের বাহক ছিল সে।
পোস্ট অফিসের পিওন দাদা
ঠিক দুপুরে আনতো বয়ে,
হাঁকতো এসে দোরের 'পরে-
চিঠি আছে গো ......চিঠি...।
বিলিয়ে দিত এ ঘর ও ঘর
সুখ, দুঃখের হাজার খবর।
অটুট সেই মেল বন্ধন
মন ভালো করা ব্যক্তিগত,
বিশেষ কথোপকথন।
আধুনিকতার জীবন স্রোতে
হারিয়ে গেল এক নিমেষে
সে সব চিঠির ভাষা।
অত্যাধুনিক মুঠো ফোনে
আঙুল খোঁজে টাচ স্ক্রিনে
তোমার আমার ভাষা।
আজ.. চোখের আড়াল আড়াল তো নয়-
মুখ ও মুখোশ মুখোমুখি।
তবু স্মৃতির পাতায়
দাগ কেটে যায়
সে সব পোস্ট কার্ড আর চিঠি।
~ শিউলি ব্যানার্জী (মুখার্জী)
© Copyright Protected
0 Comments