Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র | কলমে ~ প্রতীক হালদার | নীরব আলো

 

উত্তর ২৪ পরগনার কাঁঠাল পাড়া 
তাঁহার জন্মধাম,
'দুর্গেশনন্দিনী' তাঁরই সৃষ্টি 
বঙ্কিম তাঁহার নাম।

'সাহিত্য সম্রাট' উপাধি তাঁহার 
'কমলাকান্ত' হল ছদ্মনাম,
অসাধারণ আবৃত্তিকার তিনি 
বাঙালীর এক প্রতিভাবান।

যাদব চন্দ্র, দুর্গা সুন্দরীর তৃতীয় সন্তান 
আজও সর্বত্র তাঁহার সৌরভ,
সাহিত্য সৃষ্টিতে তাঁর অবদান 
বাঙালীর জন্য গৌরব।

হিন্দু পুনঃজাগরনের স্রষ্টা তিনি 
ঔপন্যাসিক হিসেবে খ্যাত,
তাঁহার রচনা উপন্যাস 
'কপালকুণ্ডলা' সমধিক বিখ্যাত।

তাঁর ঝুলিতে 'রায়বাহাদুর' খেতাব 
তিনি অসামান্য ব্যক্তিত্ব,
একই দিনে বাংলা বর্ণমালা 
করেছেন তিনি আয়ত্ত।।


         ~ প্রতীক হালদার
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu