Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

ঋষির স্মরণে | কলমে ~ হর্ষময় মণ্ডল | নীরব আলো


গুণী মানুষ বোধহয় দীর্ঘায়ু কম হয়!
সদ গুণের অধিকারী হয়ে মানুষ দেবতা হয়,
মানুষই হয় ঋষি।
লেখপড়ায় যাকে পিছনে ফেলতে পারেনি
তৎকালীন প্রতিভাধরেরা,
তাঁরা বিরুদ্ধাচরণ করলেও
শেষে তারাই বিচার চাইতে গেছে কোর্টে
জর্জ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে।
জীবন থাকলেই যন্ত্রনা থাকে ---
স্ত্রী বিয়োগ, পুত্র সন্তান লাভ না হওয়া,
ভাইয়েরা বিষয় সম্পত্তি নিয়ে লেগেছে বিরোধ
সব মিটিয়ে বা তুচ্ছ করে
নেমে পড়েছেন সৃষ্টির কাজে
লিখলেন চোদ্দ খানা মৌলিক সফল উপন্যাস।
এই সরস ভাষায় লিখতে আগে কেউ পারেনি।
লিখলেন আনন্দমঠ, গান রচনা করলেন
" বন্দে মাতরম্ / সুজলাং সুফলাং….."
যা আজ জাতীয় সঙ্গীত (National Song)
এই উপন্যাসের জন্য এই গানের জন্য
জনগন তাকে মানুষ থেকে ঋষিতে স্থাপন করলো।
তাতে এতটুকু অহংকার নেই,
বরং নিজেকে নিয়ে কৌতুক করেছেন,
কমলাকান্তের দপ্তর রচনায়
বলেছেন জর্জ হলো কুষমান্ড।
এই সরলতার তো কাম্য ছিলো,
সঠিক লোকের হাতে ক্ষমতা পড়লে
সে হয় বিনয়ী ক্ষমাশীল
তেমনই ছিলেন ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।


            ~ হর্ষময় মণ্ডল
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu