Ad Code

.
.
1 / 6
2 / 6
3 / 6
4 / 6
5 / 6
6 / 6

গ্রামের আমি | কলমে ~ তৈয়ব হুসেন | নীরব আলো


ওহে মস্ত বড় শহর,
তোমার মস্ত পথে শব্দের জমাট! 
প্রাচীরে প্রাচীর!
না দেখি দিগন্ত রেখা।
আর তোমার বাতাসে পঁচা দুর্গন্ধ!
দম বন্ধ হয়ে আসে।
চেয়ে দেখো.... 
আহা! আমার গ্রামের মেঠোপথে পাকা ধান বোঝাই মহিষের গাড়ির বহর! 
আর পথ জুড়ে পাকাঁ ধানের মিষ্টি গন্ধ!
খালি পায়ে বধূর নুপুরের শব্দ।
আহা!
অম্র মুকুলের ঘ্রাণ।
আহা! আড্ডার সব বন্ধু।
আর তোমার পথে খোঁজ নেবার পরিচয়হীন;
যেন নীল আকাশের একাকীত্ব শঙ্খচিল!
হাজার লোকের বহরে
হাজার মানুষের বিকৃত মুখ।
প্রাণ যায় মরি মরি হায়!


       ~  তৈয়ব হুসেন
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu