Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

আইসোলোশেন | কলমে ~ অভিজিত বেজ | নীরব আলো

 

বাংলার সবথেকে বড় পুজো, দুর্গাপুজো। 
এ শুধু পুজো নয়, আনন্দের এক মহোৎসব;
নতুন কাপড় পরে প্যান্ডেল হপিং, দল বেঁধে আড্ডা মারা, 
খাওয়া দাওয়া, সারা রাত জেগে ঠাকুর দেখা। 
এখনো মনে পরে সেই ছোটবেলার কথা,
ভিন্নধর্মের হয়েও অপেক্ষা করতাম ভালো সাজে, 
পুজো দেখতে যাবো বলে। 
ডাক পরতো, গ্রামের সমবয়সী বন্ধুদের মধ্যে;
একসাথে দল বেঁধে শুরু হতো পথ হাঁটা। 
ছোট তো, খুব বেশি দূর যাওয়া সম্ভব হতোনা,
বিকেলে পারি দিতাম পাশের এক গ্রামে। 
এক এক করে সমস্ত ঠাকুর দেখে, অল্প কিছু খেয়ে,
আবার ফিরে আসতাম বাড়িতে।


       ~  অভিজিত বেজ
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu