ক্ষণস্থায়ী জীবনে চিরস্থায়ী যে কাজ করেছো
তাই দেখে বিশ্ববাসী তোমার অসাধারণ প্রতিভায় স্তম্ভিত।
হতে পারে ত্রুটি আছে জীবনে,
থাকবেই তো রক্ত মাংসের শরীর,
সেই ত্রুটি চাপা পড়ে গেছে গুণের ভারে।
বিদ্যাসাগর ঠিকই বলেছিলেন কাউকে
"মধুর মতো একটা মেঘনাদবধ কাব্য লিখে নিয়ে আয় তার পর যতখুশি মদ খা আমি টাকা যোগাবো।"
সত্যিই পায়চারি করতে করতে একসাথে
তিনজন রাইটারকে তিনটি নাটকের
সংলাপ ডিকটেড করেছেন, ভাবা যায়!
কি অসাধারণ প্রতিভা থাকলে মানুষ পারে।
বরাবর চোদ্দটি মাত্রায় কাব্য গুলি,
সনেট তো নবযুগের সূচনা করেছে।
চোদ্দ মাত্রায় চোদ্দ লাইনে অষ্টক,
ষটক ভাগে প্রেত্রার্কীয় রীতিতে বাংলায়
প্রথম সফল সনেট রচনাকার।
মধুসূদন কথা শুনেছিলো - যখন ফরাসি ভাষায় Captive lady লিখলো
তখন ফরাসি সমালোচক বলেছিলেন
"আপনার অসাধারণ প্রতিভা আপনি
মাতৃভাষায় লিখুন।"
যে মধুসূদন বলতো "স্বপ্ন দেখবো সেটাও ইংরেজিতে।"
সে ফিরে এসে মাতৃভাষাকে আপন করে
তোলপাড় করে সাড়া জাগিয়ে তোলে বাংলা তথা বিশ্বে।
স্থান করে নিলো মাইকেল মধুসূদন দত্ত নামে।
তাই দেখে বিশ্ববাসী তোমার অসাধারণ প্রতিভায় স্তম্ভিত।
হতে পারে ত্রুটি আছে জীবনে,
থাকবেই তো রক্ত মাংসের শরীর,
সেই ত্রুটি চাপা পড়ে গেছে গুণের ভারে।
বিদ্যাসাগর ঠিকই বলেছিলেন কাউকে
"মধুর মতো একটা মেঘনাদবধ কাব্য লিখে নিয়ে আয় তার পর যতখুশি মদ খা আমি টাকা যোগাবো।"
সত্যিই পায়চারি করতে করতে একসাথে
তিনজন রাইটারকে তিনটি নাটকের
সংলাপ ডিকটেড করেছেন, ভাবা যায়!
কি অসাধারণ প্রতিভা থাকলে মানুষ পারে।
বরাবর চোদ্দটি মাত্রায় কাব্য গুলি,
সনেট তো নবযুগের সূচনা করেছে।
চোদ্দ মাত্রায় চোদ্দ লাইনে অষ্টক,
ষটক ভাগে প্রেত্রার্কীয় রীতিতে বাংলায়
প্রথম সফল সনেট রচনাকার।
মধুসূদন কথা শুনেছিলো - যখন ফরাসি ভাষায় Captive lady লিখলো
তখন ফরাসি সমালোচক বলেছিলেন
"আপনার অসাধারণ প্রতিভা আপনি
মাতৃভাষায় লিখুন।"
যে মধুসূদন বলতো "স্বপ্ন দেখবো সেটাও ইংরেজিতে।"
সে ফিরে এসে মাতৃভাষাকে আপন করে
তোলপাড় করে সাড়া জাগিয়ে তোলে বাংলা তথা বিশ্বে।
স্থান করে নিলো মাইকেল মধুসূদন দত্ত নামে।
~ হর্ষময় মণ্ডল
© Copyright Protected
0 Comments