Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

সাহিত‍্য সম্রাট | কলমে ~ সুচিস্মিতা মাজি | নীরব আলো

 

সাহিত‍্য সম্রাট উপাধি তাঁর,
জ্ঞানের সমুদ্রে ভরপুর মস্তিষ্ক যার।
ছদ্মনাম ছিল তাঁর কমলাকান্ত,
নিজের সৃষ্টিকর্মের মাধ‍্যমে আজও রয়েছেন তিনি জীবন্ত।

সকলের কাছে পরিচিত তাঁর আনন্দ মঠ উপন্যাস,
মহান বিষবৃক্ষ উপন্যাসের তিনিই করেন শিলান্যাস।
তাঁর অবদান বাংলা সাহিত‍্যে রয়েছে বিশেষ,
তাঁর সম্পর্কে চর্চার নেই কোনো শেষ ।

সাহিত‍্য সমালোচক হিসেবে তাঁর অনেক খ‍্যাতি জানি,
তাঁর গ্রন্থের মধ‍্যে রয়েছে দুর্গেশনন্দিনী।
"পাহাড় যত নিকট দেখায়, তত নিকট নয়",
তাঁর এই উক্তির আভার এগিয়ে চলতে সাহস হয়।

তাঁর সুনাম করতে পেরোবে যে এক দশক,
হিন্দু নবজাগরনের তিনিই পথপ্রদর্শক।
তাঁর লেখনী যেন এক একটা মন্ত্র,
সাহিত‍্য সম্রাট নাম তাঁর বঙ্কিম চন্দ্র।


        ~  সুচিস্মিতা মাজি
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu