Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় | কলমে ~ অভিজিৎ দত্ত | নীরব আলো

 

বঙ্কিমচন্দ্র তুমি তো সাহিত্য সম্রাট,
তোমার চরণে রইলো আমার শত প্রণিপাত।
তুমি ছিলে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতক, 
তুমিই আবার বিখ্যাত উপন্যাসের জনক।
তোমার আনন্দমঠ থেকে পেয়ে শিক্ষা,
বিপ্লবীরা নিয়েছিল স্বদেশীকতার দীক্ষা।
বিপ্লবীদের বন্দেমাতরম শব্দ কাঁপিয়েছিল ইংরেজদের প্রাণ,
তোমার সৃষ্ট বন্দেমাতরম আজ সকলের প্রিয় গান।
কালজয়ী স্রষ্টা তুমি জন্মে ছিলে নৈহাটিতে,
মানুষের কাছে স্মরণীয় তুমি দেশপ্রেম ও সাহিত্যে।


        ~  অভিজিৎ দত্ত
© Copyright Protected

Post a Comment

0 Comments

Close Menu