Ad Code

.
.
1 / 8
2 / 8
3 / 8
4 / 8
5 / 8
6 / 8
7 / 8
8 / 8

রদ বদলের পালা | কলমে ~ ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায় | নীরব আলো

 


তুমি আসবে বলে,
কবির খাতা উঠলো ভরে,
পাঠক হলো মুগ্ধ। 
সেই তোমারই আসার আশায়,
ব্যর্থ কবি আজও প্রতীক্ষায়,
কবিতারাই দগ্ধ। 

তুমি আসবে বলে,
সাজলো পুরান নতুন করে, 
কথারা হলো মুক্ত। 
সেই তোমারই আসার আশায়, 
মোড়কে ভরা ব্যর্থ সময়,
শুধু পুরাতনই লুপ্ত। 

তুমি আসবে বলে,
পায়ে পা তালে তালে,
মন হলো উন্মুক্ত। 
আজও তোমার আসার আশায়, 
ঐ যে কারা আগুন জ্বালায়,
সভ্যতা উন্মত্ত।।

     ~  ইন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়
© Copyright Protected

Post a Comment

1 Comments

Emoji
(y)
:)
:(
hihi
:-)
:D
=D
:-d
;(
;-(
@-)
:P
:o
:>)
(o)
:p
(p)
:-s
(m)
8-)
:-t
:-b
b-(
:-#
=p~
x-)
(k)

Close Menu