পদ্মবিলের গভীরতা,
তোমার আঁখিতে ধরা
চোখের চাউনি, মুখের হাসিতে
রয়েছে আজও যে ভরা।।
কোনো জনমের শীতল সকালে,
শ্যামলা-পদ্ম পাশাপাশি ফুটে ছিলো।
গাঁয়ের শ্যামলা সবুজ ছেলে
তার মাঝেতে তোমায় মজেছিলো,
ডিঙ্গি নোকায় ভেসে,
ঝুঁকেছিলো নীল জলেতে
তুলবে পদ্ম বলে।
বোঝেনি শঙ্খচূড়ের হিস-
ভেবেছিল হয়তো বা ওটা প্রেমিকার বুকের আবেগ মাখানো শিস।
ভুল হয়েছিল ততক্ষনে,
তার নীল হয়েছে দেহ।
হঠাৎ দেখা অন্য জনমে,
খুজে পেল সে, অন্য নারীর চোখ আর মুখেতে।
সেই একই প্রেম, ভালোবাসা স্নেহ।
বলতে কিছুই পারল না সে,
মানবে না তো কেহ।
আত্মা তাদের একই আছে,
শুধু বদলে গেছে দুটো দেহ।।
তোমার আঁখিতে ধরা
চোখের চাউনি, মুখের হাসিতে
রয়েছে আজও যে ভরা।।
কোনো জনমের শীতল সকালে,
শ্যামলা-পদ্ম পাশাপাশি ফুটে ছিলো।
গাঁয়ের শ্যামলা সবুজ ছেলে
তার মাঝেতে তোমায় মজেছিলো,
ডিঙ্গি নোকায় ভেসে,
ঝুঁকেছিলো নীল জলেতে
তুলবে পদ্ম বলে।
বোঝেনি শঙ্খচূড়ের হিস-
ভেবেছিল হয়তো বা ওটা প্রেমিকার বুকের আবেগ মাখানো শিস।
ভুল হয়েছিল ততক্ষনে,
তার নীল হয়েছে দেহ।
হঠাৎ দেখা অন্য জনমে,
খুজে পেল সে, অন্য নারীর চোখ আর মুখেতে।
সেই একই প্রেম, ভালোবাসা স্নেহ।
বলতে কিছুই পারল না সে,
মানবে না তো কেহ।
আত্মা তাদের একই আছে,
শুধু বদলে গেছে দুটো দেহ।।
~ অভিজিত বেজ
© Copyright Protected
0 Comments