বাবা মানে....?
জড় কলম, সাদা পাতায় লিখন।
বাবা মানে....?
আবদার করার পাত্র, নেই কোন স্বার্থ।
বাবা মানে...?
বাবার নামে, আমাকে সকলে চেনা, প্রথম পথ চলা।
বাবা মানে...?
সকল ছেলে মেয়ের ব্যাঙ্ক একাউন্ট।
বাবা মানে...?
প্রথম শিক্ষার আলয়, নিরাপদ আশ্রয়।
বাবা মানে....?
পুরানো ড্রেসে নতুন মনোভাব, দেখতে দেয়না অভাব।
বাবা মানে...?
গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয় শেখানো।
বাব মানে...?
গল্পের আড়ালে থাক একজন মহানায়ক।
জড় কলম, সাদা পাতায় লিখন।
বাবা মানে....?
আবদার করার পাত্র, নেই কোন স্বার্থ।
বাবা মানে...?
বাবার নামে, আমাকে সকলে চেনা, প্রথম পথ চলা।
বাবা মানে...?
সকল ছেলে মেয়ের ব্যাঙ্ক একাউন্ট।
বাবা মানে...?
প্রথম শিক্ষার আলয়, নিরাপদ আশ্রয়।
বাবা মানে....?
পুরানো ড্রেসে নতুন মনোভাব, দেখতে দেয়না অভাব।
বাবা মানে...?
গুরুজনদের সাথে কীভাবে কথা বলতে হয় শেখানো।
বাব মানে...?
গল্পের আড়ালে থাক একজন মহানায়ক।
~ ঐন্দ্রিলা বোস
© Copyright Protected
0 Comments