গলছে বরফ বাড়ছে জল
তলিয়ে যাবে কত জমি,
পরিবেশ দিবসে ছবি দিয়েই
চুপ হয়ে যাই আমি তুমি।
পুকুর বুজিয়ে হচ্ছে ফ্ল্যাট
দেখেও আমরা দেখছি না,
জঙ্গল পুড়ছে, গাছ কাটছে
প্রতিবাদ মোরা করছি না।
আমরা শুধুই ভাষণ দিই
'পরিবেশ বাঁচাও' সবারে বলি,
যখন সময় আসে কাজের
পাশ কাটিয়ে পালিয়ে চলি।
পরিবেশ তাই বাঁচবে না
কলুষিত হবে -তলিয়ে যাবে,
সভ্যযুগে গরিব মানুষের
বেঘোরে অকাল মৃত্যু হবে।
তলিয়ে যাবে কত জমি,
পরিবেশ দিবসে ছবি দিয়েই
চুপ হয়ে যাই আমি তুমি।
পুকুর বুজিয়ে হচ্ছে ফ্ল্যাট
দেখেও আমরা দেখছি না,
জঙ্গল পুড়ছে, গাছ কাটছে
প্রতিবাদ মোরা করছি না।
আমরা শুধুই ভাষণ দিই
'পরিবেশ বাঁচাও' সবারে বলি,
যখন সময় আসে কাজের
পাশ কাটিয়ে পালিয়ে চলি।
পরিবেশ তাই বাঁচবে না
কলুষিত হবে -তলিয়ে যাবে,
সভ্যযুগে গরিব মানুষের
বেঘোরে অকাল মৃত্যু হবে।
~ অভিজিৎ বেজ
© Copyright Protected
0 Comments