চলো আজ গাছের জন্যে এক সকাল হাঁটি।
পায়ের পাতায় জন্ম নিক হাজারো গাছ,
সবুজ হোক পায়ের মাটি।
পায়ের পাতায় জন্ম নিক হাজারো গাছ,
সবুজ হোক পায়ের মাটি।
তবু আমরা প্রতিদিন গাছ কাটছি, গাছকে করছি লাশ।
এতদিন আমাদের হাতে সবুজ হয়েছে নিধন-
পদচারণায় অঙ্কুর মরেছে লক্ষ কোটি।
এসো আজ সে ভুলের প্রায়শ্চিত্ত করি।
এসো আজ গাছের জন্যে কিছু করি।
গাছ পুঁতি, গাছ লাগাই।
গাছ আমাদের বন্ধু,
গাছ আমাদের জীবন বাঁচায়।
গাছের ছায়ায় গড়ি বসতবাটি
গাছ আমাদের বন্ধু,
গাছ আমাদের জীবন বাঁচায়।
গাছের ছায়ায় গড়ি বসতবাটি
এখন অক্সিজেনের অভাবে নিভে যাচ্ছে পৃথিবীর বাতিঘর।
এসো গাছ থেকে অক্সিজেন নিই।
ধ্বংস ও ধ্বসের সামনে গাছই আমাদের প্রতিরোধ শক্তি।
আজ পৃথিবীর হালখাতায় হোক গাছেদের ভ্রূণ উৎসব।
গাছে গাছে ছেয়ে যাক আমাদের দেশ।
সবুজে সবুজ হোক পৃথিবী-
এসো গাছেদের জন্যে আজ এক সন্ধ্যে হাঁটি।
~ হামিদুল ইসলাম
© Copyright Protected
0 Comments